নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু Deshnetrow news
সংগৃহীত ছবি

টেকনাফে বৃষ্টিতে দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি :

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নির্মাণাধীন বাড়ির মাটির দেয়াল ধসে কক্সবাজারের টেকনাফে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত  রাত তিনটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মরিচ্যাঘোনা ফকিরাঘোনা এলাকার মৃত ঠান্ডামিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, টেকনাফের হ্নীলার ফকির মোহাম্মদ নিজ বাড়িটা মাটি দিয়ে তৈরি করেছিলেন। বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারিপাশে ত্রি-পল দিয়ে ঘুমান সবাই। এরপর হঠাৎ রাত ৩টার দিকে অনবরত বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, নিহত পরিবারকে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।

এছাড়াও

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

দেশনেত্র ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *