বরগুনা প্রতিনিধি :
বরগুনায় ধর্ষণ চেষ্টার সময় বাধা দিলে হাফিজুল ও তাইফা নামে দুই শিশুকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত গৃহবধূ রিগান বেগমকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাতে বরগুনার ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে তিন বছরের শিশুকন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে(১৩) নিয়ে ঘুমচ্ছিলেন স্বামী পরিত্যক্ত রিগান বেগম(৩০)। গভীর রাতে রিগানের বড় দুলাভাই ইলিয়াস ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তারা বাধা দিলে ইলিয়াস দা দিয়ে তিনজনকেই এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে আহত তিন জনকে বরগুনার সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিগান ও তার তিন বছরের শিশু মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠান। বরিশাল নেওয়ার পথে তিন বছরের শিশু তাইফার মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় বর্তমানে বরিশালে চিকিৎসা নিচ্ছেন রিগান বেগম।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল হালিম জানান, গৃহবধূ রিগান স্বামী পরিত্যক্ত হওয়ায় তার বড় দুলাভাই ইলিয়াস দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছে। প্রস্তাবে রাজি না হওয়ায় গতরাতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় ওই লম্পট।
তিনি আরও বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হামলাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা।