জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ ও নিঃসন্তান দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১ নম্বর শাকচর গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন -শাকচর গ্রামের ছৈই মিঝি বাড়ির বাসিন্দা আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরের নেছা (৬৫)।
আবু ছিদ্দিকের ভাতিজা আবদুল হান্নান বলেন,’আমার জেঠা আগে দুবাইয়ের রাজধানী আবুধাবিতে ছিলেন। প্রায় ১৫ বছর ধরে তিনি বাড়িতে আছেন। তাদের কোনও সন্তান ছিল না। কিন্তু আবদুর রহিম নামে এক পালিত ছেলে রয়েছে। ১৫ বছর ধরে সে এই বাড়িতে বসবাস করে না। বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকে। কয়েক বছর ধরে আমার জ্যাঠ-জেঠির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিলো না’।
জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, ভবনের গেট তালাবদ্ধ এবং দরজা ভেতর থেকে আটকানো ছিল। তবে ছাদের দরজার খোলা ছিল। তালা ভেঙে ঘরে ঢুকে তাদের গলায় কাপড় পেঁচানো দেখা গেছে। লাশ খাটে পড়ে ছিল। জিহ্বা বের হয়ে ছিল দুই জনেরই। ঘরের ভেতর থেকে কোনও জিনিসপত্র খোয়া গেছে কি-না দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ৪-৫ দিন আগে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের পর যানা যাবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে,সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।সব বিষয় সামনে রেখে তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছেন। লাশ অনেকটাই গলে গেছে। উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।