সিরাজগঞ্জ প্রতিনিধি :
বগুড়া পুলিশের একটি দল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়ে।বগুড়া পুলিশের দলটি ঢাকায় কাজ শেষ করে ফিরছিল।
বুধবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল, তিনি বলেন,বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়।তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। মামলার প্রস্তুতি চলছে।
জেলার কড্ডার মোড় এলাকাটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন বলেন, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনাই আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাবো।
তবে পশ্চিম থানা পুলশের বিষয়টি না জানার বিষয়ে এসপি বলেন,এটিও দেখবো এবং রাতে মহাসড়কে পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল সেটিও খতিয়ে দেখা হবে।