নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

জেলার খবর/

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার চেরারকুল সীমান্তে গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তে  মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত রোহিঙ্গার  নাম মোহাম্মদ কাদের (৫০)।তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চেরারকুর ৬ নম্বর ওয়ার্ডের মৃত মীর আহম্মেদের ছেলে।

গুরুতর আহত অবস্থায় মো. কাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এ নিয়ে গেল ২০ দিনে সীমান্তে ৩টি মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি কৃষকের পা বিচ্ছিন্নের ঘটনা ঘটল। এছাড়াও এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয় এবং আহত হন আরও একজন রোহিঙ্গা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেকুল ইসলাম বলেন, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখেও মারাত্মক জখমের চিহ্ন আছে। ডান পায়ের কিছু অংশ কেটে ফেলতে হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রাত নয়টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও

নরসিংদীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ২

নরসিংদীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২জন নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *