ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

বেলাল হোসেন (সুজন)

আজ ২৩/০৯/২০২২ রোজ শুক্রবার বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন(বিডিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিএমএ ভবনের শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে সভাটির আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্তরের ডিপ্লোমা নার্সিং কর্মকর্তা,শিক্ষার্থী ও ডিপ্লোমা নার্সিং নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ নিম্নলিখিত দাবি-দাওয়া উপর গুরুত্ব আরোপ করেন

ডিপ্লোমাধারী উচ্চ শিক্ষা গ্রহণকারী সকল নার্সিং কর্মকর্তাদের পদোন্নতি, নিয়োগ,শিক্ষাসহ সকল ক্ষেত্রে যথাযথ স্বার্থরক্ষা ও মূল্যায়ন নিশ্চিত করা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অর্গানোগ্রাম ও নিয়োগ বিধি বাস্তবায়ন এবং উচ্চ শিক্ষিত ডিপ্লোমা নার্সদের যথাযথ স্বার্থ সংরক্ষণে করণীয় নির্ধারণ।

মাঠ পর্যায়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি।

জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও নিবন্ধিত সর্বস্তরের নার্সদের জাতীয় সংগঠন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং আগামী বিএনএ নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা।

এইচএসসি পর ৩বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের মান উন্নয়নে করণীয় নির্ধারণ।

নার্সদের দীর্ঘদিনের বকেয়া সিলেকশন গ্রেড/ উচ্চতর গ্রেডসহ করোনা কালীন প্রণোদনা প্রাপ্তির প্রক্রিয়া তরান্বিত করা।

বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশন (বিডিএনএ) পুর্নগঠনে সারাদেশব্যপী ডিপ্লোমা নার্সদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হওয়ায় মাঠ পর্যায়ে বিডিএনএ কে ঢেলে সাজানো এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সম্প্রসারণকরণসহ সহযোগী সংগঠনগুলোর সাথে সমন্বয় সাধন করা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন(বিডিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন এর সকল নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেকার নার্সেস এসোসিয়েশন ও ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন-এর প্রতিনিধিগণ এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সাধারণ নার্স ও নেতৃবৃন্দ।

 

এছাড়াও

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

দেশনেত্র প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *