চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করার অভিযোগে অভিক দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিএমপির খুলশী থানায় কর্মরত।
রোববার (১৭ আগস্ট) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে বলে জানান, সিএমপির সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম।
ওয়্যারলেস নেটওয়ার্কে দেয়া ওই জরুরি বার্তায় কমিশনার বলেছিলেন, পুলিশের সামনে কেউ অস্ত্র বের করা মাত্রই গুলি করতে হবে; সেটা আগ্নেয়াস্ত্র হোক বা ধারালো অস্ত্র। হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে, ‘সরকারি’ গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
এর আগে গত ১৪ আগস্ট রাতে নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এসময় সন্ত্রাসীরা বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে।
এ ঘটনার পর গত মঙ্গলবার দিনগত রাতে ওয়্যারলেসে সিএমপি কমিশনার কঠোর নির্দেশ দেন- অপরাধীরা অস্ত্র বের করলেই গুলি চালাতে হবে।
শুধু রবার বুলেট নয়, প্রতিটি টহল ও মোবাইল টিমকে আগ্নেয়াস্ত্র ও লাইভ এম্যুনিশন সঙ্গে রাখতে হবে বলেও নির্দেশ দেন সিএমপি কমিশনার। তার এই বক্তব্য ভিডিও করে অভিযুক্ত কনস্টেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
সিএমপি কর্মকর্তাদের মতে, পুলিশের জন্য দেয়া গোপন বার্তা বাইরে চলে যাওয়া নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। একইসঙ্গে এটি বাহিনীর ভাবমূর্তির জন্যও নেতিবাচক।