গাড়ির ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত
প্রতীকী ছবি :দেশনেত্র

গাড়ির ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মো. নুর ইসলাম (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তাকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,

ভোরে মাতুয়াইল ওভার ব্রিজ সংলগ্ন সিএনজি স্টেশনের পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নুর ইসলাম। এ সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে মাতুয়াইল মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে ওই ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়।

নিহতের মেয়ের জামাই শফিকুল ইসলাম বলেন, মাতুয়াইলের আদর্শ নগর ওয়াজ কলোনি এলাকায় আমার শ্বশুরের নিজ বাসা রয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এছাড়াও

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

সিএমপি কমিশনারের গুলির নির্দেশনা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *