রাজধানীর পল্লবীতে ঘরে ঢুকে স্বামী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা 
ঘটনাস্থলে উৎসুক জনতা

রাজধানীর পল্লবীতে ঘরে ঢুকে স্বামী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা 

দেশনেত্র প্রতিবেদক :

রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বর সেকশনের একটি বাসায় পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। নিহতরা হলেন- পাপ্পু ও দোলন আক্তার দোলা (২৮)।

বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, দোলার পরকীয়া প্রেমিক গাউস (৩৩) দুজনকে খুন করেছেন। তাকে আটক করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় কিছুক্ষণ আগেই পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক গাউস মিয়া একটি ঔষধ কোম্পানিতে চাকরি করে। প্রেমিকা দোলনা উত্তরা ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়তো এবং তার স্বামী পাপ্পু প্রবাসী ছিল।

এছাড়াও

সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, ফের নগর ভবনে ইশরাক সমর্থকরা

সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, ফের নগর ভবনে ইশরাক সমর্থকরা

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *