মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

দেশনেত্র প্রতিবেদক :

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর  ১০ নং সেকশনের গোলচক্কর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর মানিএক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি পথরোধ করে টাকা দাবি করে। টাকা না দিলে গুলি ছুড়ে ভুক্তভোগীর কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম বাসা থেকে টাকা নিয়ে বের হোন। রাস্তায় ৪ জন লোক তাকে পথরোধ করে। ফাঁকা ফায়ার করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ওসি রুম্মন বলেন, এ ঘটনায় এখনও কোন জিডি বা মামলা হয়নি। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে ঘটনার পর ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের ডিসি মো. মাকছুদুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শিগগির আইনের আওতায় আনা হবে। কারা জড়িত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, সে নিরাপদ আছে।

এছাড়াও

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়

দেশনেত্র প্রতিবেদক : সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া বাতিলের দাবিতে আজ সোমবার সচিবালয়ে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *