দেশনেত্র প্রতিবেদক :
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকান্ডের মামলার অন্যতম আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’ (১৮) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।
রবিবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টায় পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদ কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’ এ মামলার ৭ নং আসামি ।