নির্বাচনের সিদ্ধান্ত হলে শেখ হাসিনা দেশে ফিরবেন : জয়
ফেসবুক থেকে সংগৃহীত ছবি

নির্বাচনের সিদ্ধান্ত হলে দেশে ফিরবেন শেখ হাসিনা : জয়

দেশনেত্র ডেস্ক :

 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, “শেখ হাসিনা এখন ভারতে আছেন। যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে, শেখ হাসিনা দেশে ফিরবেন।” তবে শেখ হাসিনা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেটা জয় জানাননি। তিনি বলেন, ‘‘গত নির্বাচনে জিতে শেখ হাসিনা শেষবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হলে তিনি রাজনীতি থেকে অবসর নিতেন।”

সাক্ষাৎকারে জয় বলেন , ‘‘আমার নিজের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই। আমি যুক্তরাষ্ট্রে থাকি, তবে গত কয়েক দিনে বাংলাদেশ দেখেছে, নেতৃত্বের অভাব থাকলে কী হয়। দলের জন্য আমায় সক্রিয় এবং সম্মুখভাগেই থাকতে হবে।”

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে ফোন কলে জয় বলেন, ‘দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন, তা আমি করব।’ জয় আরও জানান, ‘(এই লক্ষ্য অর্জনে) প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতেও আসতে হয়, তাতেও পিছপা হব না।’

জয় আরও বলেন, ‘আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি।’

 

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *