যাত্রাবাড়ীতে স্বামী স্ত্রীকে কুপিয়ে গলা কেটে হত্যা
সংগৃহীত ছবি

যাত্রাবাড়ীতে স্বামী স্ত্রীকে কুপিয়ে গলা কেটে হত্যা

 

দেশনেত্র প্রতিবেদক :

 

রাজধানীর যাত্রাবাড়ীতে এক দম্পতিকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) মধ্যরাতে যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর ওই বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পরিদর্শক তৌহিদুল হক বলেন, আমরা ধারণা করছি রাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ সূত্র জানায়, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার একটি দল। সেখানে শফিকুর-ফরিদা দম্পতি নিজেদের চারতলা বাড়ির দোতলায় থাকতেন। ওপরের দুই তলা এবং নিচতলার একপাশে ভাড়াটেরা থাকেন। এই দম্পতির ছেলে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই ইমন ও তাঁর স্ত্রীও ওই বাসায় থাকেন। তবে বুধবার রাতে ইমন তাঁর দাদাবাড়ি ফেনী এবং তাঁর স্ত্রী নিজের বাবার বাড়িতে বেড়াতে যান। এরইমধ্যে তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা এলে এ ব্যাপারে আরও তথ্য জানা যেতে পারে।

এছাড়াও

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

দেশনেত্র প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ছেলেদের দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *