দেশনেত্র প্রতিবেদক :
পল্লবী থানার অন্তর্গত ২,৩ ও ৫ নং ওয়ার্ডের রিকশাচালক ও পথচারীদের মাঝে ক্যাপ, পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সাবেক ছাত্রনেতারা।
আজ শনিবার (৪ মে) রাজধানীর পল্লবী থানা এলাকার বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল উজ্জ্বল, পল্লবী থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সবুজ, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তীব্র দাবোদাহে পথচারী ও খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘবের জন্য তাদের এই উদ্যোগ বলে তারা জানান।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল উজ্জ্বল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আমাদের সকলের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো।