সংঘর্ষে জড়িয়ে পড়েছে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীরা

সংঘর্ষে জড়িয়ে পড়েছে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীরা

দেশনেত্র প্রতিবেদক :

সংঘর্ষে জড়িয়ে পড়েছে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে দুপক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে এই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সাত কলেজের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে এবং ঢাবি শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে দুপক্ষের উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুড়েছে।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেয়।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনের (শিক্ষা) অসদাচরণে প্রতিবাদে তার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে ঢাবির ভিসিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য এক ঘণ্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা।

প্রায় সাড়ে চার ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মোড়ে এক আনুষ্ঠানিক বক্তব্যে ঢাবির প্রো-ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।

 

এছাড়াও

সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, ফের নগর ভবনে ইশরাক সমর্থকরা

সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, ফের নগর ভবনে ইশরাক সমর্থকরা

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *