রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দিল ছাত্রলীগ
সংগৃহীত ছবি

রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দিল ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

ব্যানার ছিঁড়ে ফেলায় বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার পর উল্টো রাজু ভাস্কর্য কালো পতাকায় ঢেকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। এ সময় ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম’ লেখা ব্যানারও টানিয়ে দেওয়া হয়।এছাড়াছা ত্র ইউনিয়নের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগও তোলে ছাত্রলীগ।

এ ঘটনাকে ভাস্কর্যের ওপর বিদ্রুপ হিসেবে অভিহিত করেছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ।

মাঈন আহমেদ বলেন, ১২ দিন ধরে রাজু ভাস্কর্যের সামনে ব্যানার লাগিয়ে ছাত্রলীগ ভাস্কর্যের ন্যূনতম শিষ্টাচার লঙ্ঘন করেছে। আমরাও এখানে অনেক রাজনৈতিক প্রোগ্রাম করি। কিন্তু ব্যানার দিয়ে দীর্ঘদিন একটি স্থান দখল করা রুচিবোধ বহির্ভূত। এর প্রতিরোধ করায় ছাত্রলীগ আমাদের ওপর সন্ত্রাসী হামলা করল। এখন তারাই আমাদের সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে। ছাত্র ইউনিয়নকে মৌলবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করার চেয়ে নিম্ন আর কিছুই নেই।

মঙ্গলবার সন্ধ্যায় ব্যানার ছেঁড়ায় ছাত্র ইউনিয়ন এর নেতাকর্মীর ওপর হামলা করে ছাত্রলীগ। পরে বুধবার সকালে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেয় তারা।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, রাজু সন্ত্রাসের বিরুদ্ধে আত্মত্যাগ করেছিল। ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজু লজ্জায় মুখ ঢেকে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লজ্জায় ভাস্কর্যের মুখ ঢেকে দিয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। ছাত্রলীগ যেমন দেয়ালে লিখছে, ছাত্র ইউনিয়নও লিখছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না। কিন্তু গতকাল ছাত্র ইউনিয়ন সেই গণতান্ত্রিক পরিবশে নষ্ট করেছে। তারা হামলা করে ‘থ্যাংক ইউ শেখ হাসিনা’ লেখা ব্যানার ভাঙচুর করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে লাগানো ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাঙ্ক ইউ শেখ হাসিনা’ লেখা ব্যানার অপসারণ  করায় বাম সংগঠনগুলোর ওপর হামলা করে ছাত্রলীগ। এরপর বিক্ষোভ মিছিল ও রাজু ভাস্কর্যে সমাবেশ করে তারা। বুধবার প্রক্টর বরাবর বিচার দাবি করে স্মারকলিপিও দিয়েছেন কয়েকজন নেতাকর্মী।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *