উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের শঙ্কা

উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের শঙ্কা

দেশনেত্র প্রতিবেদক :

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের উপর পড়ে  আগুন ধরে গেছে ।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে মিনিটে বিমানটি উড্ডয়ন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুপুর দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানিয়েছেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনায় কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধারকাজে কাজে যোগ দিয়েছে সেনবাহিনী, বিমানবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা।

এছাড়াও

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

দেশনেত্র প্রতিবেদক : তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *