সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার
ফাইল ছবি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

দেশনেত্র প্রতিবেদক :

 

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকর আর্থিক গোয়েন্দা বিভাগ।

গত জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার যে কয়জনকে দায়িত্ব দিয়েছিল তাদের মধ্যে আরাফাত ছিলেন অন্যতম।

প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজে জয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে খুবই অল্প সময়ে আওয়ামীলীগ সরকারের নীতি নির্ধারকদের অন্যতম হয়ে ওঠেন আরাফাত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন।

মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।

 

এছাড়াও

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

দেশনেত্র ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *