দেশনেত্র প্রতিবেদক :
বিএনপিকে ডামি দল উল্লেখ করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা উঁচু গলায় বলতেন আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি নেতারাই পালিয়ে গেলো।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন ‘এই পলাতক দল আবার এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ বাংলাদেশের হাট বাজারে, সাধারণ মানুষের মাঝে পাবেন।’
জনাব ওবায়দুল কাদের আরো বলেন,’এই পলাতক দল আবার এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ বাংলাদেশের হাট বাজারে, সাধারণ মানুষের মাঝে পাবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি। বিএনপি যতই সন্ত্রাস করছে, ট্রেনে আগুন দিচ্ছে, ততই জনগণের কর্মক্ষেত্রে উপস্থিতি স্বাভাবিক হচ্ছে।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি উল্লেখ করে ভোট বর্জন ও প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আর এই মুহূর্ত থেকে সরকারকে খাজনা, কর ও বিভিন্ন সেবার বিল না দিয়ে অসহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বুধবার গোপন জায়গা থেকে অনলাইন ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরো বলেন, বিএনপি একটা ডামি দল। দুর্নীতিবাজদের নিয়ে ভুঁইফোঁড় একটা দল। গণতন্ত্র হত্যাকারী নির্বাচন বিরোধী একটা দল।
‘বিএনপিকে মানুষ অসহযোগ করেছে। একজন তারেক রহমান টেমস নদীর ওপার থেকে নির্দেশনা দিচ্ছে। সাহস থাকলে দেশে ফিরে জনগণের সামনে আসুক। তা না হলে রিমোট কন্ট্রোল নেতাকে জনগণ কোনোদিনই মেনে নিবে না।’