নিজস্ব প্রতিবেদক :
পুলিশের সবচেয়ে বড় একক ইউনিট ডিএমপিতে ৫০টি থানার মধ্যে ৩৩ থানার ওসি পদে রদবদল আসছে। রাজধানীর আটটি অপরাধ বিভাগের আওতাধীন ৫০টির মধ্যে ১৭টি থানার ওসির মেয়াদ এখনো ৬ মাস পূর্ণ হয়নি। বাকি ৩৩ থানার ওসি ছয় মাসের বেশি সময় ধরে একই থানায় রয়েছেন।
ইসির নির্দেশনার পর নতুনভাবে কাকে কোন থানায় দায়িত্ব পালনের জন্য বেছে নেয়া হচ্ছে এমন একটি খসড়া তালিকা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ইসির অনুমোদন পেলে সেখানে তাদের পোস্টিং করা হবে।
ডিএমপির মিরপুর বিভাগের মধ্যে রূপনগর ও কাফরুল ছাড়া বাকি পাঁচ থানার ওসি পদে নতুন মুখ আসছে। ডিএমপির উত্তরা বিভাগের ছয় থানার মধ্যে চারটির ওসি রদবদল হচ্ছে। সেগুলো হলো- উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরখান। তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি বদল হচ্ছে।
ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীতে যাদের রদলি করা হচ্ছে, তাদের ইউনিট পরিবর্তন হচ্ছে। নির্বাচনী আসনের বাইরে গিয়ে অন্য থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পাবেন। গতকাল রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, গত ৩০ নভেম্বরের নির্বাচন কমিশনের পত্রের আলোকে ডিএমপির যে সব থানার ওসি বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি চাকরিকাল সম্পন্ন করেছে, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হবে।