সদ্য পাওয়া
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
ফাইল ছবি

চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না : রাষ্ট্রদূত

বিশেষ প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আর বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনোই হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

(২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। এটিই আমাদের সিদ্ধান্ত।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, আমি আগেই বলেছি, আমরা একটি বিষয়ে এখনো অবিচল যে, চীন কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়।

ইয়াও ওয়েন বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে আমরা অনেক সম্ভাবনা দেখছি। তাই মোংলা বন্দরের উন্নয়ন নিয়ে কথা বলেছি। এই বন্দর ও পদ্মা সেতু কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের উন্নয়নের ভালো সুযোগ আমাদের কাছে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় চীন।

এছাড়াও

ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল 

ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল 

দেশনেত্র প্রতিবেদক : ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদল এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ …