মশা অনেক হিংস্র হয়ে গেছে : মেয়র আতিক
ফাইল ছবি : দেশনেত্র

মশা অনেক হিংস্র হয়ে গেছে : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক :

মশা অনেক বেশি হিংস্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, মশা নিধনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বুধবার (৯ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর জাফনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, পৃথিবীতে অনেক হিংস্র প্রাণী আছে। কিন্তু বর্তমানে মশা পুরো বিশ্বে আরও বেশি হিংস্র হয়ে গেছে। মশার কামড়ে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। সবাই মিলে চেষ্টা করলে আমার সুরক্ষিত থাকতে পারব।

তিনি বলেন, এডিস মশার কামড় থেকে বাচঁতে সবার সম্মিলিত সহযোগিতা চাই। বিশেষত অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা চাই। আমার কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি, প্রতি শনি ও বুধবার নিজ নিজ এলাকার ইমাম, খতিব, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতা বাড়াতে সভা করতে। মশা নিধনে সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন স্কুল-কলেজ ও মাদরাসাকে অগ্রাধিকার দিয়ে মশার লার্ভা ধ্বংসকারী কীটনাশক প্রয়োগ করা হবে বলে জানান মেয়র আতিক।

এছাড়াও

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

সিএমপি কমিশনারের গুলির নির্দেশনা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *