নিজস্ব প্রতিবেদক:
ছয় দফা দাবি আদায় করতে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (২৪জুলাই) রাত বারোটার পর থেকে সংগঠনটি ধর্মঘট শুরু করবে বলে জানা গেছে।
তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে, অ্যাম্বুলেন্স এর জন্য বিআরটিএ ট্যাক্স বাতিল করতে হবে।
অ্যাম্বুলেন্স এর জন্য জাতীয় নীতিমালা তৈরি করতে হবে।
অ্যাম্বুলেন্স এর জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে।
এছাড়াও হাসপাতাল গুলোতে পার্কিং সুবিধা, রোগী থাকা অবস্থায় পাম্পের সিরিয়াল ছাড়া গ্যাস নেয়া এবং সড়কে হয়রানি মুক্ত,অবাধ চলাচলের ব্যবস্থা করা।
অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানিয়েছেন,
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এসব দাবি যৌক্তিক এবং ২০১৭ সাল থেকে তারা এসব দাবি পূরণে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ধর্মঘট চলাকালে সারাদেশে গুরুতর অসুস্থ রোগীদের ভোগান্তির বিষয় জানতে চাইলে তিনি বলেন,ভোগান্তির বিষয়টি আমরা বুঝতে পারছি কিন্তু
আমাদের এ কর্মসূচি দেয়া ছাড়া আর কোন উপায় নেই ।