ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কামরুল ইসলাম
ছবি : অ্যাওয়ার্ড গ্রহণ করছেন জনাব কামরুল ইসলাম

ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কামরুল ইসলাম

দেশনেত্র ডেস্ক :

মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক- জনসংযোগ মোঃ কামরুল ইসলাম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হারিস মোহামেদ মাননীয় মন্ত্রী, অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রানালয়, রিপাবলিক অব মালদ্বীপ এর নিকট থেকে এ পুরষ্কার গ্রহণ করেন তিনি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম-কে ১৭ মে, ২০২৫ তারিখে মালদ্বীপের রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনাব হোসাইন নিহাদ, ডিপুটি মিনিস্টার, ফিটনেস এন্ড রিক্রিয়েশন মন্ত্রানালয়, জনাব আবদুল জলিল ইসমাইল, ডেপুটি মিনিস্টার ইসলামিক এ্যাফেয়ার্স মন্ত্রানালয়, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মো গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও

পর্যটন খাতে অবদানের জন্য আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড পেল ইউএস-বাংলা

  দেশনেত্র প্রতিবেদক :   প্রথমবারের মতো ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *