টিকেট নাই অথচ সিট ফাঁকা, এই পরিস্থিতি থেকে মুক্তি চান বিমানের এমডি 

টিকেট নাই অথচ সিট ফাঁকা, এই পরিস্থিতি থেকে মুক্তি চান বিমানের এমডি 

 

দেশনেত্র প্রতিবেদক :

 

টিকেট নাই, অথচ বিমানের সিট ফাঁকা– এই পরিস্থিতি থেকে মুক্ত হতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঞা। “এটির সমাধানকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি। এই সমস্যার সম্পূর্ণ সমাধান করতে চাই। ডিজিটালের পূর্ণ সুবিধা ব্যবহার করে যাত্রীদের সুবিধা দিতে চাই।”

রবিবার দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঞা।

বিমান শিগগিরই নতুন পাঁচটি রুট সম্প্রসারণ করবে জানিয়ে নতুন এমডি বলেন, “আমাদের এক্সিস্টিং ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা আছে। মালে, কুনবিং, জাকার্তা, সিউল ও সিডনিতে আমরা পর্যাক্রমে ফ্লাইট পরিচালনার প্রত্যাশা করছি।”

বিমানের আয় নিয়ে প্রশ্ন করা হলে মো. জাহিদুল ইসলাম ভুঞা বলেন, “প্রোফিট-লস সিএ ফার্ম দিয়ে নির্ণয় করা হয়। এছাড়া পেট্রোবাংলার বিপিসিতে আমরা নিয়মিত পেমেন্ট করে যাচ্ছি। বকেয়া কমানোর প্রক্রিয়া অন গোয়িং আছে।”

গত অর্থবছরে বিমান তার বহরে থাকা ২১টি উড়োজাহাজ (এয়ারক্রাফট) দিয়ে ৩২ লাখ যাত্রী পরিবহন করেছে এবং এই সময়ে সংস্থাটি ১০ হাজার কোটি টাকা আয়ের মাইলফলক অর্জন করেছে।

এ বছর আয় আরও বাড়বে– এমন আশাবাদ জানিয়ে জাহিদুল বলেন, “কার্গো থেকে ১২০০ কোটি আয়ের আশা করছি। গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের আইএসও সাটিফিকেশন পেলে এটি বিশাল অর্জন হবে। বিভিন্ন বিভাগ থেকেই আমরা ভালো করছি।”

তিনি বলেন, “বিমান মিডিয়াম রিস্ক ক্যাটাগরি থেকে লো রিস্ক ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। তাছাড়া বিমান দুটি ৭৭৭ উড়োজাহাজের পুরো অর্থ পরিশোধ করেছে। আরও দুটিরও শোধ হওয়ার পথে।”

বিমানের ফ্লাইট শিডিউল বিড়ম্বনা সম্পর্কে তিনি বলেন, “আমাদের অন-টাইম পারফমেন্স নরমালি ৭৪ পার্সেন্ট। গত মাসের সেটি ৬৭ শতাংশ ছিল। কীভাবে ডিলে কমানো যায় সে বিষয়ে আমি পরিকল্পনা করছি।”

বিমানকে দুর্নীতিমুক্ত করা হবে জানিয়ে নতুন এমডি বলেন, “দুর্নীতি করে কেউ এগোতে পারে না। এর আগে এখানে যারা দুর্নীতি করেছে বিভিন্ন লেয়ারে তাদের শাস্তি হয়েছে। কাউকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কাউকে পদাবনতি করা হয়েছে, কারও বেতন কমানো হয়েছে। আমিও এই জায়গাগুলোতে কাজ করব এবং অব্যাহত রাখব।”

গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব বিমানকে দেওয়ার বিষয়ে মো. জাহিদুল ইসলাম ভুঞা বলেন,“তৃতীয় টার্মিনালে সেবা দিতে বিমান পুরোপুরি প্রস্তুত। এক হাজার কোটি টাকার যন্ত্রাংশ কেনা হয়েছে। জাইকার সঙ্গে মিলে কিভাবে আরও প্রশিক্ষণ বাড়ানো যায় তা নিয়ে কাজ করছি। তৃতীয় টার্মিনালে সেবা দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। যতটুকু জানি বিমানকে দেয়ার ব্যাপারটি সরকারেরও সক্রিয় বিবেচনায় আছে।”

গত ২৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমানের এমডি পদে মো. জাহিদুল ইসলাম ভুঞাকে নিয়োগের কথা জানানো হয়। তিনি বিসিএস প্রশাসন প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে গত সাড়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়াও

গুজব–ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান

গুজব-ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান

দেশনেত্র ডেস্ক : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *