দেশনেত্র প্রতিবেদক :
কলকাতা থেকে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৪৫ জন যাত্রী ছিলেন।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। যেটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করে ইউএস বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার স্টেশন ইনচার্জ মুছা আহমেদ জানান, কলকাতা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের অবতরণের কথা ছিল। কিন্তু বৈরী আবাহাওয়ার কারণে ফ্লাইটটি সেখানে অবতরণ করতে পারেনি। ঘণ্টাখানেক চট্টগ্রামের আকাশে অবস্থানের পর ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
মুছা আহমেদ জানান, সাড়ে চারটার দিকে বিমানটি নিরাপদে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। ৭ টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিমানটি উড্ডয়ন করতে পারেনি। পরিস্থিতি অনুকুলে আসলে আবার উড্ডয়ন করবে।
ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ( জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে কলকাতা থেকে চট্টগ্রামগামী ইউএস বাংলা এয়ারলাইনসের এই ফ্লাইটটি।