ইউএস-বাংলার বহরে যুক্ত হলো নতুন এয়ারক্রাফট
ছবি : সংগৃহীত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো আরও একটি নতুন এয়ারক্রাফট

বিশেষ প্রতিবেদক :

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে আরও একটি নতুন এয়ারক্রাফট। এটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের নবম এটিআর ৭২-৬০০।

আজ ২৩ জুলাই, ২০২৩, রবিবার সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে এয়ারক্রাফটটি। এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

নতুন সংযুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটি সহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে বিমান সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০টি তে।

এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০
৯টি এটিআর ৭২-৬০০
এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ।

২০১৪ সালের ১৭ জুলাই মাত্র দু’টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করে খুবই স্বল্প সময়ের মধ্যে বহরে মোট ২০টি এয়ারক্রাফট যুক্ত করতে পারা সংস্থাটির সফলতার ই বার্তা দেয়। চলতি বছর ইউএস-বাংলার বহরে আরো ছয়টি ওয়াইড বডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে ।

এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে মোট ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।

এছাড়াও

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

দেশনেত্র প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *