ডেস্ক নিউজ :
প্রবাসী ভাইদের কাছে তাদের বাংলাদেশে থাকা আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবরা প্রায়শই মোবাইল ফোন আনার জন্য অনুরোধ করেন। এক্ষেত্রে অনেক প্রবাসী ভাইদের ইচ্ছা থাকা সত্বেও কাস্টমসের বিধিনিষেধ সম্বন্ধে সঠিক ধারণা না থাকায় তারা মোবাইল ফোন আনতে পারেন না।
আসুন তাহলে মোবাইল সম্পর্কিত কাস্টমস এর বিধি নিষেধ গুলো জেনে নেওয়া যাক।
ঘোষণা ছাড়াই নতুন বা পুরাতন মিলিয়ে বিদেশ থেকে আপনি সর্ব মোট ৮টি ফোন বাংলাদেশ নিয়ে আসতে পারবেন।
এই ৮টির মধ্যে ২টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক দিতে হবে না।বাকি ৬টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক-কর পরিশোধ করতে হবে। যা মোবাইলের মুল্যের ৫৯শতাংশ।
ঘোষণা ছাড়া ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। তখন শুল্ক আদায়ের পাশাপাশি আপনাকে জরিমানাও করা হবে।এক্ষেত্রে আটক রশিদ বুঝে নিবেন।
আটককৃত মোবাইল ফোন যেভাবে ফেরত পাবেন :
আটককৃত মোবাইল ফোন গুলো ফেরত পেতে আপনাকে আটক রশিদসহ কাস্টম হাউজে বিচার শাখায় আবেদন করতে হবে। বিচার আদেশে উল্লেখিত শুল্ক ও জরিমানা সরকারী কোষাগারে জমা দেওয়ার পর এয়ারপোর্টে গুদাম কর্মকর্তার নিকট প্রয়োজনীয় দলিলাদি দাখিল করলে আটক রশিদে উল্লেখিত ব্যক্তির অনুকূল জব্দকৃত মোবাইল ফেরত দেওয়া হয়।