হোয়াটস্‌অ্যাপে আপনাকে কেউ ব্লক করে দিলেন কি না বুঝবেন কী ভাবে?

হোয়াটস্‌অ্যাপে আপনাকে কেউ ব্লক করে দিলেন কি না বুঝবেন কী ভাবে?

দেশনেত্র নিউজ ডেস্ক :

হোয়াটসঅ্যাপে নতুন নতুন অনেক বৈশিষ্ট্য যোগ হয়েছে। ফলে কেউ কাউকে ব্লক করেছে কি না, তা চটজলদি জেনে নেওয়া আগের মতো সহজ নয়। তবে অসম্ভবও নয়। নিম্নে আলোচিত কয়েকটি বিষয় জানা থাকলে এটি সনাক্ত করা এমন কিছু কঠিন নয়।

১) আপনাকে কেউ যদি হোয়াটস্‌অ্যাপে ব্লক করে দেন, তা হলে সবার আগে তাঁর ছবিটি হোয়াটস্‌অ্যাপ প্রোফাইল থেকে হারিয়ে যাবে। ছবি দেখতে পাচ্ছেন না মানেই তিনি আপনাকে ব্লক করে দিয়েছেন, ব্যাপারটি কিন্তু তেমনও নয়। কারণ হোয়াটস্‌অ্যাপের, কেউ যদি না চান যে আপনি তাঁর ছবি দেখুন, তিনি কিন্তু তাঁর ছবি আপনার থেকে আড়ালে (হাইড) রাখতে পারেন।কাজেই এর দ্বারা  পুরোপুরি প্রমাণিত হয় না যে তিনি আপনাকে ব্লক করেছেন।

২) তিনি শেষ কখন হোয়াট্‌অ্যাপ দেখেছেন? কেউ ব্লক করে দিয়েছেন কি না, তা জানার এটিও একটি নির্ধারক। অন্য দিকের মানুষটি শেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিলেন, ব্লক করলে সাধারণত সেই সময়টি দেখায় না। তবে অনেকেই নিজের ‘লাস্ট সিন’ বন্ধ করে রাখেন। ফলে, শুধু সেই সময়টি দেখাচ্ছে না মানেই যে ব্লক করে দিয়েছেন, এমনও নয়।

৩) আপনি কাউকে হোয়াটস্‌অ্যাপে বার্তা পাঠিয়েছেন, অথচ দু’টো ‘রাইট’ চিহ্ন পড়ছে না। হোয়াটস্‌অ্যাপে ব্লক করে দেওয়ার এটিও একটি লক্ষণ। তবে কেউ যদি হোয়াটস্‌অ্যাপে সক্রিয় না থাকেন, তা হলে বার্তা পাঠালে দু’টো চিহ্ন পড়ে না। একটাই দেখায়।

৪) কেউ আপনাকে তাঁর হোয়াটস্‌অ্যাপে ব্লক করে দিয়েছে কি না, তা যাচাই করার আরও একটি উপায় রয়েছ। দু’-এক জনকে নিয়ে একটি গ্রুপ বানান। সেই গ্রুপে এ বার তাঁকে যুক্ত করার চেষ্টা করুন। যদি ব্যর্থ হন, তা হলে ধরে নিতে পারেন তিনি আপনাকে ব্লক করে দিয়েছেন।

৫) হোয়াটস্অ্যাপে ফোন করে দেখুন। সাধারণ ‘মোবাইল ডেটা’ চালানো থাকলে ফোন করলে ‘রিঙ্গিং’ দেখায়। সক্রিয় না থাকলে ‘কলিং’ দেখায়। কিন্তু কয়েক দিন ধরে ফোন করেও যদি ‘কলিং’ দেখায়, তা হলে ধরে নেওয়া যেতে পারে তিনি আপনাকে ব্লক করে দিয়েছেন।

 

এছাড়াও

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি : মুম্বাই পুলিশ

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি : মুম্বাই পুলিশ

দেশনেত্র ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *