ডেস্ক রিপোর্ট :
সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ বলেছেন, ‘ফজলুর রহমান ভাই যা বলেছেন ঠিক বলেছেন। তিনি যে কথাগুলো বলেছেন আমি তার সঙ্গে ওই টক শোতে ছিলাম। তিনি যে কথা বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ইমোশনালেও কিছু কথা বলে ফেলেছেন, এটা সত্য। কিন্তু যা বলেছেন ঠিক বলেছেন।
তিনি বলেন, ‘আমিও ইতিমধ্যে দুইটা ইউটিউবে কথা বলেছি; এই ফজলুর রহমান সম্পর্কেই। আমি বলেছি মুক্তিযোদ্ধার দল বিএনপি। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? আওয়ামী লীগের চাইতে বিএনপির মুক্তিযোদ্ধা বেশি।
এম এ আজিজ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বা উচ্চ নেতা থেকে ফজলুর রহমানকে টেলিফোনে বললেই তো হতো, যে আপনারা একটু স্লো যান। শোকজ করার প্রয়োজন কী ছিল? তার মানে কি বিএনপির মুক্তিযোদ্ধাদের বিএনপির কাছে আশ্রয় নাই। আমিও তো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম। তাহলে আমরা যাব কোথায়? আমরা কি জামায়াতে জয়েন করব।