শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ফাইল ছবি

শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না

দেশনেত্র প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হতে চান সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার এখন আর কোন সুযোগ নেই।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেড আই খান পান্নার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার এই আবেদন তুলে ধরেন আইনজীবী নাজনীন নাহার।

তিনি আদালতকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা লড়তে আসামিপক্ষের আইনজীবী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জেড আই খান পান্না।

এর আগে রেজিস্ট্রার কার্যালয়েও আবেদন দিলে সেটা নাকচ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

পরে ট্রাইব্যুনাল বলে, ট্রেন ছেড়ে দিলে আর ট্রেনে ওঠার সুযোগ নেই। এই মামলার পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেয়ায় নতুন আইনজীবী নিয়োগ দেয়ার সুযোগ নাই। এসময় অন্য মামলায় আইনজীবী হওয়ার জন্য জেড আই খান পান্নাকে আবেদন করতে বলে ট্রাইব্যুনাল।

এছাড়াও

ড্যাপ সংশোধন: ঢাকায় ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও দ্বিগুণ হচ্ছে

ড্যাপ সংশোধন: ঢাকায় ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও দ্বিগুণ হচ্ছে

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন করে বিভিন্ন এলাকায় আবাসিক ফ্লোর এরিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *