দেশনেত্র প্রতিবেদক :
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে রকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সুন্দর, সুষ্ঠু এবং উৎসব পূর্ণভাবে করতে সব ধরনের চেষ্টা করছে সরকার। তবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের এবং জনগণের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ভোটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা মাঠে থাকবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান। আমরা একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে চাই। সাংবাদিক হত্যার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, এবার নির্বাচনে ভোট কেন্দ্রে নতুন ভোটারদের গুরুত্ব দেয়া হবে। নতুন ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হবে। এছাড়াও মহিলা পুরুষদের আলাদা করে বুথ করা হবে। সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।
ভোট কেন্দ্র পরিদর্শনে উপস্থিতি ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ লাট মিয়া।
এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে যারা বন্দি রয়েছে তাদের খাবার মান উন্নত করা হবে।