দেশনেত্র ডেস্ক :
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। ২০১৬ সালের পহেলা জুলাই সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম হৃদয়বিদারক এই ঘটনা যা দেশ ও বিদেশে আছে স্মরণীয় হয়ে।
২০১৬ সালের পহেলা জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে নারকীয় হামলায় চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশ কর্মকর্তা ও বিদেশি নাগরিকসহ মোট নিহত হন ২২ জন।
নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি ও এক জন ভারতীয় এবং এক জন বাংলাদেশি ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ও বাকি দুই জন ছিলেন বাংলাদেশি নাগরিক।
রাতভর হত্যাযজ্ঞ চালিয়ে জঙ্গিরা ওই বেকারিতে বেশ কয়েকজন অতিথি ও বেকারির কর্মচারীকে জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালিত হয়। এরপর সেই অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয় এবং জিম্মি থাকা অন্তত ৩৫ জনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।