বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে ‘শিবির–ইনকিলাব মঞ্চের হামলা’

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে ‘শিবির–ইনকিলাব মঞ্চের হামলা’

দেশনেত্র ডেস্ক :

বগুড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে শিবির ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করে সংগঠনটি।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, আজ বুধবার বিকেলে স্থানীয় সাতমাথা মোড়ে উদীচীসহ কয়েকটি সংগঠন আয়োজিত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি শুরু হওয়ার সাথেসাথেই সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা দেয় ছাত্রশিবির এবং ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। শুধু তাই নয়, বগুড়ায় উদীচীর জেলা কার্যালয়েও ভাঙচুর চালায় হামলাকারীরা।

এই ঘটনার নিন্দা জানিয়ে উদীচীর বিবৃতিতে বলা হয়, জাতীয় পতাকা, জাতীয় সংগীত কারও দানে পাওয়া না। ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এগুলো অর্জন করা হয়েছে। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই একটি স্বার্থান্বেষী ধর্মান্ধ গোষ্ঠী জাতীয় সংগীত, জাতীয় পতাকা পরিবর্তন করা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মূল সুরকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। স্বাধীনতা, সার্বভৌমত্বকে কোনভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উদীচী কেন্দ্রীয় সংসদ এসব ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং একইসঙ্গে এর সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘সাতমাথা মোড়ে একটি অনুষ্ঠানে একটু ঝামেলা হয়েছিল। তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কারণে বড় কিছু হয়নি।’

এ বিষয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘উদীচীর ঢাকার অনুষ্ঠানের সাথে সমন্বয় করে বগুড়া সদরের খোকন পার্কে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করা হয়। একইসঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে অবস্থান নেয়। পরে টেম্পল রোডের উদীচীর কার্যালয়ে ভাংচুর করতে গেলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

প্রাথমিকভাবে এই ঘটনায় স্থানীয় শিবির, ইনকিলাব মঞ্চ, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা-কর্মীর বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়াও

ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় গ্রিল ও ভল্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *