‘ছাত্র-জনতার দাবিতে’ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল

‘ছাত্র-জনতার দাবিতে’ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল

দেশনেত্র ডেস্ক :

স্বাধীনতা দিবসে লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন।

তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে বলে জানানো হয়।

তবে, স্থানীয় সূত্রে জানা গেছে , স্বাধীনতা দিবসের আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বা ‘স্থানীয় ছাত্র-জনতার’ কাছ থেকে এ সংক্রান্ত কোন দাবি সম্বলিত বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি।এছাড়া এই মূহুর্তে সেখানে কোন সংস্কার কাজও চলছে না বলে জানা গেছে ।

ফলে কেন মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে সে বিষয়ক কোন ব্যাখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি।

লালমনিরহাটের ওই দীর্ঘ ম্যুরালে ‘৫২র ভাষা আন্দোলন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, ৭১-এর গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ে উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা, সাত বীরশ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন রয়েছে।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *