গ্রীষ্মে হাসপাতাল ও কেপিআই বাদে সব জায়গায় সমান লোডশেডিং হবে : জ্বালানি উপদেষ্টা
ফাইল ছবি

গ্রীষ্মে হাসপাতাল ও কেপিআই বাদে সব জায়গায় সমান লোডশেডিং হবে : জ্বালানি উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক :

এবারের গ্রীষ্মে শহর ও গ্রামে সমান লোডশেডিং করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির। সোমবার রাজধানীতে চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘গ্রীষ্মে হাসপাতাল ও কেপিআই স্থাপনা বাদে সব জায়গায় সমান লোডশেডিং হবে। গ্রাম-শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।’

এছাড়াও রমজানে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ফাওজুল কবির বলেন, ‘জ্বালানি সংকট সত্ত্বেও রমজানে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা থাকবে, এসির লোড পাঁচ হাজার থেকে ছয় হাজার লোড হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণ করতে পারলে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। তারাবি নামাজে সময় মসজিদ এসির তাপমাত্রা সর্বনিম্ন ২৫ রাখার জন্য ধর্ম উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে।’

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর বিদ্যুৎ ভবনে আন্ত:মন্ত্রণালয়ে সভা শেষে জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, রমজানে যান্ত্রিক ত্রুটির বাইরে কোনো লোডশেডিং হবেনা। তবে গ্রীষ্মে ৭০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।

এছাড়াও

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

সিএমপি কমিশনারের গুলির নির্দেশনা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *