সদ্য পাওয়া
বাংলাদেশে সহায়তা স্থগিত করল ইউএসএইড
ফাইল ছবি

বাংলাদেশে সহায়তা স্থগিত করল ইউএসএইড

দেশনেত্র ডেস্ক :

বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)। আজ রোববার এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চিঠিটিতে স্বাক্ষর করেন ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন।

এরইমধ্যে মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই নির্দেশনার জেরেই ইউএসএইড বাংলাদেশে তাদের সহায়তা প্রদান স্থগিত করেছে বলে চিঠিতে বলা হয়েছে।

সহায়তা প্রদান বন্ধ সংক্রান্ত একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির অংশ এই উদ্যোগ।

ইউএসএইডের চিঠিতে বলা হয়, এই চিঠিটি সমস্ত  ইউএসএইড বাংলাদেশের অংশীদারদের জন্য। এই চিঠি অংশীদারদের চুক্তি, টাস্ক অর্ডার, অনুদান, সমবায় চুক্তি বা সহায়তা সংক্রান্ত যেকোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত করার নির্দেশনা দেয়।

এছাড়াও

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

দেশনেত্র প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ছেলেদের দিয়ে …