আমান আযমীর জাতীয় সংগীত পরিবর্তন প্রসঙ্গে যে ব্যাখ্যা দিয়েছে জামায়াত
সংগৃহীত ছবি

আমান আযমীর জাতীয় সংগীত পরিবর্তন প্রসঙ্গে যে ব্যাখ্যা দিয়েছে জামায়াত

দেশনেত্র প্রতিবেদক :

অবশেষে সাম্প্রতিক সময়ে জাতীয় সংগীতের পরিবর্তন প্রসঙ্গে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বিতর্কিত মন্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৮ সেপ্টেম্বর রবিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“অতি সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হল সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামায়াতে ইসলামীর সাথে তাঁর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত। সুতরাং তাঁর বক্তব্যকে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।  এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।”

এর আগে দুপুরে রংপুরের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা শেষেও সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সদস্য নন। তিনি জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বলেছেন, তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর নয়।

জামায়াতের এ নেতা আরও উল্লেখ করেন, দেশের বিশিষ্ট ৪৮ নাগরিকের দেওয়া বিবৃতিতে ‘জামায়াতে ইসলামীর আমির জাতিকে অতীতের সব কিছু ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন’ উল্লেখ করা হলেও জামায়াতের আমির এ ধরনের কথা বলেননি। তাই এমন বিবৃতিতে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না।

 

এছাড়াও

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড 

দেশনেত্র প্রতিবেদক : আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *