পিটিয়ে মেরে ফেলা সেই ছাত্রলীগ নেতা চারদিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন
সংগৃহীত ছবি

পিটিয়ে মেরে ফেলা সেই ছাত্রলীগ নেতা চারদিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন

রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহীতে গণপিটুনিতে আহত ছাত্রলীগের সাবেক এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত নেতার নাম আব্দুল্লাহ আল মাসুদ। মৃত্যুর চারদিন আগেই তিনি কন্যা সন্তানের বাবা হয়েছিলেন।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক দল যুবক তাকে আটক করে নগরীর বোয়ালিয়া থানায় আহত অবস্থায় নিয়ে আসে। এরপর থানায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের তত্বাবধানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান।

মাসুদের বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্রজনতার উপর হামলার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ। ছাত্র জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।

এর আগে, ২০১৪ সালেও সন্ত্রাসী হামলায় একবার আহত হন মাসুদ। ওই ঘটনার পর থেকে তিনি পঙ্গু জীবন যাপন করছিলেন।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতাকে রাজশাহীর দিনাজপুর এলাকা থেকে খুঁজে বের করে ছাত্ররা। পরে সেখানই গণপিটুনি দিয়ে প্রথমে মতিহার থানা পুলিশের কাছে দেয়। সেখান থেকে তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *