এবার এক্স এ চালু হচ্ছে ভিডিও কনফারেন্স

এবার ‘এক্স’-এ চালু হচ্ছে ভিডিও কনফারেন্স

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ (সাবেক টুইটার) চালু হচ্ছে নতুন টুল। জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমসের মতো ভিডিও সম্মেলন করা যাবে এক্সেও। সুবিধাটি চালু হলে এক্সে অডিও ভিডিও কলের পাশাপাশি ভবিষ্যতে একাধিক ব্যক্তির সঙ্গে সরাসরি ভিডিও সম্মেলনও করা যাবে। টুলটির কার্যকারিতা পরীক্ষা চলছে।

যদিও এক্স আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ক্রিস পার্ক নামে প্রতিষ্ঠানটির এক কর্মী টুলটি ব্যবহারের ছবি প্রকাশ করে এক্স-এ একটি পোস্ট দিয়ে লিখেছেন, ভিডিও কনফারেন্সিং টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো সহকর্মীদের সঙ্গে সফলভাবে অনলাইন সভা করা সম্ভব হয়েছে। এ টুলকে গুগল হ্যাংআউটস, জুম, মাইক্রোসফট টিমস ও এডব্লিউএস (অ্যামাজন) চাইমের বিকল্প বলা যেতে পারে।

মজার ব্যাপার হচ্ছে- তার এই পোস্টে ফায়ার ইমোজি দিয়েছেন ইলন মাস্ক। এ কারণে এ টুল নিয়ে আলোচনাও শুরু হয়েছে বেশ জোরেসোরে।

এছাড়াও

ম্যানহাটনে বন্দুক হামলা: বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত চার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা: বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত চার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *