সময় টিভির সম্প্রচার বন্ধ করা যাবে না: রাশেদ খান

সময় টিভির সম্প্রচার বন্ধ করা যাবে না: রাশেদ খান

দেশনেত্র নিউজ ডেস্ক:

বেসরকারি টেলিভিশন সময় টিভির সম্প্রচার বন্ধ করা যাবে না মন্তব্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি বন্ধের পক্ষে নেই তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘সময় টেলিভিশন বন্ধ করা হয়েছে। আমরা এর পক্ষে না। প্রয়োজনে নাম বদলান তবে সম্প্রচার বন্ধ করা যাবে না।’

তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় আর সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা না নেই তাহলে গণঅধিকার পরিষদ ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে। এতদিন আওয়ামী লীগকে সমর্থন দেয়ার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে।

আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাচ্ছেন জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কী করছে?

বুধবার (২১ আগস্ট) সারাদিন মাঠে থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ২১ আগস্টকে কেন্দ্র করে আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

 

এছাড়াও

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

দেশনেত্র ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *