দেশনেত্র প্রতিবেদক :
হাজার হাজার আন্দোলনকারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা। শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দিলে জনসমুদ্রে রূপ নেয় শহীদ মিনার ।
বেলা ১টা থেকেই আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারের দিকে জড়ো হতে থাকেন। শহীদ মিনার এলাকা থেকে বকশি বাজার, সলিমুল্লাহ হল, টিএসসি এলাকা পর্যন্ত ছড়িয়ে আছেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায় আন্দোলনকে মুখরিত করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনে এসেছেন, রিকশাওয়ালা, দিনমজুর, ফেরিওয়ালা, শিক্ষক, মাওলানা, ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরও নানা পেশার লোকজন।
এর আগে কোটা আন্দোলনকারীরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ এবং রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।