কন্যা শিশুর গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যা

কন্যা শিশুর গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যা

 

 

বরিশাল প্রতিনিধি :

 

বরিশাল সদরে পারিবারিক কলহের জেরে পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা নাঈম হাওলাদার।

বুধবার (১২ জুন) সকালে বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের চারতলায় ঘটে এ ঘটনা।

নিহত দুজন হলেন- নাঈম হাওলাদার ও তার শিশু কন্যা রাবেয়া বশরী রোজা। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার বাসিন্দা। নাঈম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের গাড়িচালক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে তিনি বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে, সকালে সে মেয়েকে নিয়ে যাবে। তাই বঁটি দিয়ে কন্যাকে জবাই করে। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।

এসআই আরাফাত হাসান বলেন, ঘটনার সময় ঘরের সামনের রুমে তার বোন ছিল। তবে তারা কিছু টের পায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এছাড়াও

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড নিহতের জেরে ১৯ দেশের গ্রিন কার্ড পুনঃযাচাই এবং বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড নিহতের জেরে ১৯ দেশের গ্রিন কার্ড পুনঃযাচাই এবং বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব

তরু আহমেদ : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বুধবার (২৬ নভেম্বর) ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলির ঘটনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *