আন্তর্জাতিক ডেস্ক :
ইজরায়েলের সামরিক বাহিনী গাজা ও মিশর সীমান্তের মধ্যকার কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ফিলাডেলফি করিডোর নামে পরিচিত একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ।
ইজরায়েলি ডিফেন্স ফোর্সের এক মুখপাত্রের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইজরাইলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, ” সেখানে তারা এমন বিশটির মতো টানেল খুঁজে পেয়েছে যা হামাস অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করতো”।
তিনি এই করিডোরকে হামাসের ‘লাইফ লাইন’ হিসেবে আখ্যায়িত করেন, এই পথে হামাস নিয়মিত গাজা উপত্যকায় অস্ত্র আনার কাজ করে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন সৈন্যরা ‘অনুসন্ধান করে দেখছে …. এবং ওই এলাকার টানেলগুলোকে ঝুঁকিমুক্ত করার’ কাজ করছে।
যদিও মিশরীয় টেলিভিশনে একটি সোর্সকে উদ্ধৃত করে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইজরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে।
ইজরায়েলের ঘোষণাটি এমন সময় এলো যখন মিশরের সাথে ইজরায়েলের উত্তেজনা আরও তীব্র হয়েছে।