দেশনেত্র প্রতিবেদক :
গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় চার যাত্রী নিহত হন, আহত হন অনেকে। তবে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় মরদেহগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রায় দেড় মাস পর অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহগুলো শনাক্ত করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করেলো রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনাক্ত যাত্রীরা হলেন, রাজবাড়ী জেলার গাংবথন দিয়া কালুখালীর আব্দুল হকের ছেলে আবু তালহা (২৪)। তিনি সৈয়দপুর সেনাবাহিনী পরিচালিত ইউনিভার্সিটিতে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতেন, রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুরের চিত্তরঞ্জন চৌধুরীর মেয়ে চন্দ্রিমা চৌধুরি সৌমি (২৮), গেন্ডারিয়া থানার নারিন্দা ৭৬ শরৎ গুপ্ত রোডের আসিফ মো: খানের স্ত্রী নাতাশা জেসমিন নেকি (২৫) ও রাজবাড়ী সদর উপজেলার মৃত সাইদুর রহমানের মেয়ে এলিনা ইয়াসমিন(৪০)।
এদিকে নিহতদের স্বজনরা সংবাদ শুনে মরদেহ নেয়ার জন্য সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে অপেক্ষায় রয়েছেন।
পুলিশ আরো জানায়, ইতিপূর্বে চার পরিবার মরদেহ নেয়ার জন্য চার পরিবারের পক্ষ থেকে যারা আবেদন করেছিলেন, শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদেরই নাম এসেছে। আমরা তাদের পরিবারে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে আজই তাদের মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।