রিজার্ভ সংকটে পরলে ঢাকার পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
সংগৃহীত ছবি

রিজার্ভ সংকটে পরলে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

 

দেশনেত্র প্রতিবেদক :

 

বাংলাদেশ রিজার্ভ সংকটে পড়লে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে চীনা রাষ্ট্রদূত এ কথা জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ রিজার্ভ নিয়ে বড় সংকটে পড়লে অগ্রাধিকার ভিত্তিতে সাথে থাকবে চীন।

মিয়ানমারের রাখাইনে অস্ত্রবিরতির জন্য বেইজিং কাজ করছে বলে জানান চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, চীনের প্রত্যাশা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ঢাকা–ইয়াঙ্গুন কাজ চালিয়ে যাবে।

তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন অঙ্গীকারবদ্ধ বলে জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের সম্মতি পেলেই কাজ শুরু হবে।

ইয়াও ওয়েন বলেন, রাখাইনে অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করছে চীন। এই মুহূর্তে সংকট থাকলেও আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। মিয়ানমার এরই মধ্যে চীনের মধ্যস্ততায় দেশটির তিনটি স্থানে অস্ত্রবিরতিতে রাজি হয়েছে।

 

এছাড়াও

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

দেশনেত্র প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *