গাছে ঝুলছিল শিশু ছেলে, রান্নাঘরে পড়েছিল মায়ের মরদেহ
সংগৃহীত ছবি

গাছে ঝুলছিল শিশু ছেলে, রান্নাঘরে পড়েছিল মায়ের মরদেহ

জেলা প্রতিবেদক :

পাবনার চাটমোহর উপজেলায় লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) নামের এক প্রবাসীর স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লাবনীর মরদেহ রান্নাঘরে পড়েছিল এবং রিয়াদের মরদেহ ঝুলছিল পাশের এক গাছে। তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা না গেলেও পুলিশ ধারণা করছে, তাদের হত্যা করা হতে পারে। নিহত দুজন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে সেটা প্রশাসন ভালো বলতে পারবেন।

স্থানীয় মেম্বর মো. নান্নু বলেন, লাবনী খাতুন তার শিশু ছেলে ও শ্বাশুড়িকে নিয়ে থাকতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, আমরা এই মুহুর্তে ঘটনাস্থলে আছি। আমাদের কাজ চলমান আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

এছাড়াও

ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন আমিনুল হক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *