চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর
সংগৃহীত ছবি

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

 

দিনাজপুর প্রতিনিধি :

 

দিনাজপুরের বিরমাপুরে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে প্লাটফর্ম ও ট্রেনের মাঝে চাপা পড়ে নুর মোহাম্মদ রব্বানী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিরামপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রব্বানী জেলার নবাবগঞ্জ উপজেলার কুতুবগ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং জয়পুরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনজার্চ এসআই রফিকুল ইসলাম জানান, নিহত কলেজ শিক্ষার্থী জয়পুরহাট থেকে বিরামপুরে আসার জন্য পঞ্জগড় এক্সপ্রেসে রওনা দেয়। কিছুক্ষণ পর জানতে পারে বিরামপুরে ওই ট্রেনে যাত্রা বিরতি নেই। এরপর ট্রেনটি বিরামপুর রেল স্টেশন অতিক্রম করার সময়  লাফ দেয় সে। এতে  প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানে চাপা পড়ে  শরীরের নিচের অংশ থেতলে গুরুতর জখম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও

উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের শঙ্কা

উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের শঙ্কা

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *