সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতার মৃত্যু
প্রতিকী ছবি

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতা কর্মীর মৃত্যু

 

সিলেট প্রতিনিধি :

 

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুরে তাদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এএসআই রুহেল আহমদ।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চার জনকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামের রনদিপ পালের ছেলে নেহাল পাল (২৬), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে আলী হাসান সুমন (২৫), পানিহারাহাটি গ্রামের আরজ মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল (২৫) ও কমলাবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে জুবায়ের আহসান (২৫)। তারা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

স্থানীয় সূত্র জানায়, জৈন্তাপুর থেকে প্রাইভেটকারে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে, তাদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ছাত্রলীগের নেতারা।

 

 

এছাড়াও

উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের শঙ্কা

উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের শঙ্কা

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *