যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেলো রজনীগন্ধা ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে
সংগৃহীত ছবি

বাল্কহেডের ধাক্কায় যানবাহন সহ ডুবে গেল ফেরি

দেশনেত্র প্রতিবেদক :

মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরি ঘাটে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামের একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। ৯টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল ফেরিটি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়ার ডিজিএম মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ফেরিতে সাতটি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে, ঘটনাস্থলে গিয়ে জানা গেছে হুমায়ন নামে ফেরির একজন স্টাফ  নিখোঁজ রয়েছে।

জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরিটি বাল্ডহেডের ধাক্কায় পদ্মা নদীতে ডুবে যায়।

এছাড়াও

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

দেশনেত্র ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *